১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
সকাল ৮:৩০

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পরস্পর সমন্বয়ে কাজ করতে হবে – অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান

সৈয়দ আখলাক উদ্দিন মনসুরঃ হবিগঞ্জ সদর অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রম একসময় শহর কেন্দ্রিক ছিল। এ কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে কমিউনিটি পুলিশিং ইউনিয়ন ও পৌর শহরে প্রত্যেক ওয়ার্ডে চালু করা হয়েছে।

এই উপজেলায় মদ, গাঁজা, হিরোইন সেবন ও বিক্রয় বন্ধ, চুরি,ডাকাতি, জোয়া, দাঙ্গা-হাঙ্গামা, বাল্য বিবাহ, ইভট্রিজি প্রতিরোধ করা আপনাদের সহযোগীতা প্রয়োজন। পরস্পর সমন্বয়ের মাধ্যমে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সার্বিক আইন শৃঙ্খলা সুন্দর এবং শান্তিপূর্ন রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ।

 অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১ টায় শায়েস্তাগঞ্জ থানা প্রাঙ্গনের থানা কমিউিনিটি পুলিশিং কমিটির আয়োজিত সম্প্রসারিত ‘‘মুজিব বর্ষের মূলমন্ত্র কমিউিনিটি পুলিশিং সর্বত্র “এ স্লোগানকে সামনে রেখে শায়েস্তাগঞ্জ কমিউনিটি পুলিশিং ডে ২০২০ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি উপজেলার বিভিন্ন পেশার মানুষের উদ্দেশ্যে বলেন, যারা এসব অরাধের সাথে জড়িত তাদের নাম গুলো আমাদের কাছে পৌছে দিবেন। আমরা তাদেরকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করব।

শায়েস্তাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব এর সভাপতিত্বে থানা এস.আই মফিজুল হক এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব ও ব্রাহ্মণডোরা ইউ/পি চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল হোসেন জজ মিয়া, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, জেলা পরিষদের সদস্য মোঃ আব্দুল্লাহ সরদার।

 অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান

এতে স্বাগত বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও পৌর মেয়র প্রার্থী বিশিষ্ট্য ব্যবসায়ী, সমাজ সেবক আবুল কাশেম শিবুল, নূরপুর ইউ/পি আওয়ামীলীগ নেতা ইসহাক আলী সেবন, শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবর সহ-সভাপতি মোজাম্মিল হক, সাধারণ সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শিক্ষক আলী হায়দার সেলিম, অপু দাশ, শাহাব উদ্দিন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, কোষাধ্যক্ষ কামরুল হাসান, শায়েস্তাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল হক বুলবুল, ব্রাহ্মনডোরা ইউ/পি মেম্বার মোহন মিয়া, আশা ব্যবস্থাপক জিয়াউল করিম, শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলের শিক্ষক শফিক মিয়া, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আল মামুন, এস.আই. কাউছার মাহমুদ তোরন প্রমুখ।

সভা শুরুর পূর্বে থানা থেকে বিশাল বর্ণাঢ্য রেলী নিয়ে শহরের পথ প্রদক্ষিন করে।