23.7 C
Habiganj
বৃহস্পতিবার, ২৬ মে ২০২২

ইহুদি স’ন্ত্রাসীরা আল আকসা মসজিদের নিচে সুড়ঙ্গ তৈরি করছে

ইহুদি স’ন্ত্রাসীরা আল আকসা মসজিদের নিচে নতুন সুড়ঙ্গ তৈরি করছে!

উ’গ্ৰবাদী ইহুদি স’ন্ত্রাসী সংগঠন ‘হিল টপ ইয়ুথ’একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছিল। ভিডিওতে দেখা যায় উক্ত দলটি আল আকসার নিচে খনন কাজ করছে একটি ট্যানেল করার জন্য। এবং জুলাই মাসের প্রথমদিকে টানেলটি অফিশিয়ালি খুলে দেয়ার কথা বলা হয়েছে।

হিল টপ ইয়ুথ নামে স’ন্ত্রাসী ইহুদি সংগঠনের যুবকেরা টানেলের ছোট একটি ভিডিও কিছু সময়ের জন্য তাদের ওয়েবসাইটে শেয়ার করেছিল পরে আবার তা মুছে ফেলে।

ফুটেজে দেখা গেছে, সরঞ্জাম ব্যবহার করে সুড়ঙ্গটি খনন করা হচ্ছে। খননের সময় অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা উত্তেজিতভাবে ময়লা ও পাথর বহন করছে এবং কাজের সময় নিজেদের ছবি তুলছিল।

স্থানীয়রা যারা এই ভিডিও দেখেছেন তারা বলেছেন,
এই ট্যানেল আল আকসার নিচে চলে গেছে যা ওয়েস্টার্ণ ওয়ালের মাগরিবি গেটের কাছে, উমাইয়া প্রাসাদ এরিয়ায়।

প্রিয় পাঠক

আপনার আশেপাশের যে কোন সমস্যার কথা আমাদেরকে লিখে পাঠান। এলাকার সম্ভাবনার কথা, মাদক, দুর্নীতি, অনিয়ম আর সন্ত্রাসী কর্মকান্ডের বিষয়ে সুনির্দিষ্ট তথ্যসহ পাঠিয়ে দিন আমাদের ই-মেইলে।
ই-মেইলঃ habiganjnews24@hotmail.com

আমাদের সাথে থাকুন

44,536FansLike
54,367FollowersFollow
4,359FollowersFollow
5,632SubscribersSubscribe

ক্যালেন্ডার