জসিম উদ্দিন: জুলাই-আগস্ট বিপ্লবে শাহাদাত বরণকারী শহীদদের স্মরণে চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) বাদ মাগরিব উপজেলা জামায়াত কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইদ্রিস আলী এবং সঞ্চালনায় ছিলেন সহকারী সেক্রেটারি হাফেজ ফুয়াদ হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর ও চুনারুঘাট-মাধবপুর নির্বাচনী আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা কাজী মুখলিছুর রহমান। তিনি বলেন,
“জুলাই বিপ্লব ছিলো একটি আত্মত্যাগের প্রতীক। যারা এই বিপ্লবে শহীদ হয়েছেন, তারা ইসলামী আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। আমরা তাদের শাহাদাতের মর্যাদা অক্ষুণ্ণ রাখার পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”
তিনি আরও বলেন,
“জনগণের সমর্থন নিয়ে ভবিষ্যতে ইসলামী রাষ্ট্র কায়েমের লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মীর সাহেব আলী, কর্মপরিষদ সদস্য মাওলানা ইমদাদুল হক চৌধুরী, কাজী এম. এ. খালেক এবং মাওলানা রায়হান উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সভাপতি মহিবুর রহমান মাসুম, সেক্রেটারি জাহাঙ্গীর আলম, পেশাজীবী ফোরামের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল, রাণীগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. আবু তাহের, মাস্টার ফজলুল হক, শফিকুল ইসলাম, শরিফুল ইসলাম, এনামুল হক মুন্সী, মোস্তাফিজুর রহমান শিবলু, নাইমুল হক তানজিলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।