জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

নবীগঞ্জ পৌর তালামীযে ইসলামীয়ার  উদ্যেগে ঈদ পূর্নমিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া নবীগঞ্জ পৌর শাখার উদ্যেগে গতকাল শুক্রবার বাদ মাগরিব নবীগঞ্জ আল করিম জামে মসজিদে  ঈদ পূর্নমিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে নবীগঞ্জ পৌর আনজুমানে তালামীযে ইসলামীয়ার সভাপতি জহুরুল ইসলাম রাহুলের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমেদ শাওনের পরিচালায়  প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় পরিষদের মহতারাম সদস্য মাওলানা কাজী এম এ হাসান আলী সাহেব,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া হবিগন্জ জেলা শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ নোমান,বিশেষ অতিথির বক্তব্য দেন নবীগঞ্জ পৌর আল ইসলাহর সভাপতি মাওলানা  ইব্রাহিম ইউসূফ,বিশেষ অতিথির বক্তব্যদেন আনজুমানে তালামীযে ইসলামীয়া নবীগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সাধারন সম্পাদক আব্দুল বাছিত , উপস্থিত হন নবীগঞ্জ নহরপুর শাহজালাল দাখিল মাদ্রাসা শাখার  আনজুমানে তালামীযে ইসলামীয়ার সংগ্রামী সভাপতি সাদিক হোসেন চৌধুরী, উপস্থিত ছিলেন মারকাযুল ক্যাডেট হাফেজী মাদ্রাসার পরিচালক হাফেজ মিহাদ বিন খালেদ। এসময় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনে পাক থেকে তেলোয়াত করেন পৌর তালামীযের সদস্য ক্বারী শাহিনূর রহমান ও সদস্য সৈয়দ হোসাইন আহমদ, নাতে রাসূল পরিবেশনা করেন পৌর তালামীযের শিক্ষাও সংস্কৃিত বিষয়ক সম্পাদক আবু সাঈদ।

 

স্বাগত বক্তব্য প্রদান করেন পৌর তালামীযের সদস্য মাসুম বিল্লাহ রেজা,তুহিন আহমদ,সদস্য রাহেল,রহুল আমীন সহ পৌর তালামীযের ওয়ার্ড শাখার সকল নেত্ববৃন্দ। এসময় বক্তারা বলেন দেশের যে পরিস্থিতি এ সময়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। ইসলামী আকিদা বাস্তবায়নের লক্ষে তালামীযে ইসলামীয়া  কাজ করে যাচ্ছে। নির্বিক সাহসিকতা নিয়ে তালামীযে ইসলামীয়া এগিয়ে যাওয়ার প্রত্যায় ব্যক্তকরেন বক্তারা।পরিশেষে আল করিম জামে মসজিদের ইমাম মাওলানা দূরুদ মোশারফ হোসেন মোনাজাত পরিচালনা করেন।