১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
ভোর ৫:৩৯

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

জেলা প্রশাসকের সহায়তায় পরিচয়হীন বৃদ্ধাকে সরকারি আশ্রয়কেন্দ্রে প্রেরণ

অবশেষে নাম পরিচয়হীন বৃদ্ধাকে জেলা প্রশাসক ইশরাত জাহানের সার্বিক নির্দেশনা ও সহযোগিতায় অজ্ঞাত পরিচয় বৃদ্ধাকে চিকিৎসা শেষে নিরাপত্তা ও পরিচর্যা এর জন্য সরকারি আশ্রয়কেন্দ্র কাশিমপুরে প্রেরণ করা হয়।

গতকাল বৃহস্পতিবার (২৯জুলাই) তাকে নবীগঞ্জ থেকে সরকারি আশ্রয়কেন্দ্র কাশিমপুরে প্রেরণ করা হয়।

এব্যপারে হবিগঞ্জ নিউজের সাথে আলাপকালে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলেন, আমরা বিভিন্নভাবে বৃদ্ধা মহিলার নাম ঠিকানা জানার চেষ্টা করেছি, কিন্তু কেউ কোন সঠিক তথ্য দিতে পারেন নাই। সর্বশেষ জেলা প্রশাসকের দিক নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় আমরা তাকে সরকারি আশ্রয়কেন্দ্র কাশিমপুর এ প্রেরণ করেছি।

উল্লেখ্য যে, সোমবার (২৬ জুলাই) ইমামবাড়ীতে তাকে পাওয়া যায়। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন। নাম পরিচয় ঠিকানা বলতে পারছেন না। পরবর্তীতে তার চিকিৎসারা জন্য নবীগঞ্জ উপজেলা হাসপাতালের ২য় তলায় চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়।