১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ৩:৩৬

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

লাখাইয়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা

লাখাইয়ে আইন অমান্য করায়  ভ্রাম্যমান আদালতের অভিযানে ২জনকে অর্থদন্ড আদায় করা হয়।
শনিবার (১০ এপ্রিল) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত রানা উপজেলার লাখাই বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এসময় বর্তমানে করোনা সংক্রমণের প্রকোপ আবারো বৃদ্ধি পাওয়ায় এবং প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক পথচারীদের মাস্ক পড়তে উদ্বুদ্ধ করা হয়।
অভিযানকালে পথচারী ও দোকানদার কে  মাস্ক পরিধান ও সরকারি নির্দেশনা মান্য করে দোকান ব্যবসা পরিচালনা ও চলাফেরা করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এসময় পথচারীদের মাস্ক ক্রয় করে পরিধানে বাধ্য করা হয় এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। মাস্ক পরিধান করুন ও সরকারি নির্দেশনা মান্য করুন এবং করোনা প্রতিহত করুন এ বিষয়টি সকলকে অবহিত করা হয়।
এছাড়া লাখাই বাজারে রাস্তার উপরে বিভিন্ন মালামাল রেখে রাস্তা বন্ধ করে রাখায় ২ জন দোকানদারকে দণ্ডবিধি-১৮৬০ এর আওতায় গণউপদ্রবের সৃষ্টির  দায়ে ১হাজার ২শত টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত রানা বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে সহযোগিতা করেন লাখাই-স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের একদল পুলিশ সদস্য ও স্থানীয় জনসাধারণ।