৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সকাল ৯:১৬

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

শহরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মেয়াদ উত্তীর্ণ এবং নকল পণ্য সংরক্ষণ এবং বিক্রির অপরাধে হবিগঞ্জ শহরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। এসময় ৩টি কসমেটিকসের দোকানে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল রবিবার সকালে হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে মেয়াদ উত্তীর্ণ এবং নকল পণ্য সংরক্ষণ এবং বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ধারা মোতাবেক নবরৃপা কসমেটিকসকে ৮ হাজার টাকা, বি আর ষ্টোরকে ৩ হাজার টাকা এবং এম বি কসমেটিকসকে ৩ হাজার টাকাসহ ৩টি প্রতিষ্ঠানকে মোট ১৫হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ এবং নকল পণ্য জব্দ করে ধ্বংস করা হয়।

অভিযানের বিষয়ে সহকারী পরিচালক দেবানন্দ সিনহা হবিগঞ্জ নিউজকে জানান, ভোক্তা সংরক্ষণের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে দেখছে, কোন অবস্থাতেই নকল পন্য সংরক্ষণ এবং বিক্রি করতে পারবেনা কোন প্রতিষ্ঠানক। তাই আমাদের অধিদপ্তর থেকে এসব অবৈধ এবং নকল পণ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
সহযোগিতায় জেলা সেনিটারী ইন্সপেক্টর এবং হবিগঞ্জ সদর থানার একদল পুলিশ সদস্য।