১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:২১

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

শাল্লার সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় ৩০ জনের রিমান্ড শুনানি আগামীকাল

সিলেটের সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে “ সংখ্যালঘুদের ওপর অপ্রীতিকর হামলা ” ঘটনার মামলায় প্রধান আসামীসহ মোট ৩০ জনের রিমান্ড শুনানির তারিখ আগামীকাল মঙ্গলবার (২৩ মাচ) নির্ধারন করেছেন আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের কোর্ট ইন্সপেক্টর সেলিম নেওয়াজ। তিনি আরও বলেন, আবেদনের পর আমলগ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শাল্লা জোনের বিচারক শ্যামকান্ত সিনহা মঙ্গলবার (২৩ মার্চ) রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন।

রোববার (২১ মার্চ) শাল্লায় সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙচুর ও হামলার ঘটনার মামলার প্রধান আসামি ইউপি সদস্য ও যুবলীগ নেতা শহিদুল ইসলাম স্বাধীন মিয়ার ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এছাড়াও অন্য ২৯ আসামির জন্য পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হয়েছে বলেও জানা গেছে।