৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৫৪

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জের আজমিরীগঞ্জে বাল্য বিয়ে পন্ড

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বিরাট গ্রামে অষ্টম শ্রেণী পড়ুয়া এক জনৈক স্কুল ছাত্রীর বাল্য বিয়ে পন্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্য বিয়েটি পন্ড করে দেয়া হয়। একই সাথে ৫ হাজার টাকা জরিমানা করা হয় বর ও কনের পরিবারকে।

সূত্র জানায়, বানিয়াচং উপজেলার বিথঙ্গল গ্রামের আফজর রহমানের সাথে বিয়ে ঠিক হয় বিরাট গ্রামের জনৈক এক স্কুল ছাত্রীর। বিয়ে ঠিক করা ওই স্কুল ছাত্রীর পুর্ণ বয়স্ক না হওয়ায় উপজেলা প্রশাসন খবর পেয়ে সেখানে অভিযান চালায়।

এসময় বিয়েটি পন্ড করে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা অনুযায়ী কনে ও বরের পিতাকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

একই সাথে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না মর্মে অভিভাবকদের মুচলেকা নেয়া হয়। সম্প্রতি ওই ছাত্রী পড়ালেখা ছেড়ে দিয়েছে বলেও জানা গেছে।

আরো পড়ুনঃ বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে লাখাইয়ে আলোচনা সভা অনুষ্ঠিত