৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সকাল ৯:০৯

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে বিআরটিএ এর উদ্যেগে চালকদের প্রশিক্ষণ

হবিগঞ্জ বিআরটিএ উদ্যেগে পেশাজীবি গাড়ী চালকদের দক্ষতা ও সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়।

আজ ১৭ই আগষ্ট, রোজ সোমবার সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ যুব উন্নয়ন প্রশিক্ষণ হল রুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় সভাপতি ছিলেন উপ-পরিচালক (ইন্জিনিয়ার) মো. নুরুজ্জামান।  অতিথি হিসেবে  ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মো. রেজা, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. বাধন আচার্য্য, ট্রাফিক সার্জেন্ট তোফাজ্জল হোসেন প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন মোটরযান পরিদর্শক মো. শরফউদ্দিন আকন্দ এবং সার্বিক সহযোগীতায় ইন্দ্রজিৎ বিশ্বাস।

অনুষ্ঠানে বক্তাগণ বলেন, জীবনের আগে জীবিকা নয়, গাড়ী চালানোর ক্ষেত্রে  কখনও প্রতিযোগীতা নয়, নিরাপদে গন্তব্যে পৌছানো আসল লক্ষ্য। যেকোন যাত্রা শুরুর পূর্বে অবশ্যই যানবাহন পরীক্ষা করে নিতে হবে, কোন অবস্থায় ত্রুটিযুক্ত যানবাহন নিয়ে রাস্তায় বের হওয়া যাবেনা। সরকার এবং আইনশৃংখলা বাহিনী মানুষের জানমালের নিরাপত্তার জন্য কঠোর অবস্থানে আছে। তাই এই ব্যাপারে প্রত্যেক চালককে আরো সচেতন হতে হবে।