৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সকাল ৮:২১

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ॥ মিরপুরে ৩শত বস্তা সরকারী চাল জব্দ করলেন ইউএনও

বাহুবল উপজেলার মিরপুর বাজার এলাকার একটি গুদাম ঘর থেকে সরকারী মনোগ্রাম খচিত ৩শত বস্তা চাল জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ.এন.ও) আয়েশা হক। এ সময় গুদাম মালিক সজিব মিয়া (৩০)কে আটক করে বাহুবল মডেল থানা পুলিশ। সোমবার বেলা ২ টায় এ ঘটনা ঘটে। আটক গুদাম মালিক সজিব উপজেলার মিরপুর ইউনিয়নের চন্দ্রছড়ি গ্রামের কাছন মিয়ার পুত্র । এদিকে, জব্দকৃত চালগুলো ‘কোথা থেকে কি ভাবে গুদামে এসেছে’ তা খতিয়ে দেখতে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠনসহ চাল ও গুদাম মালিক সজিবকে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেয়া হয়েছে।জানা যায়, উলে¬খিত সময়ে উপজেলার মিরপুর-ধুলিয়াখাল সড়কের চন্দ্রছড়িস্থ একটি গুদাম ঘরে সরকারী চাল রক্ষিত আছেÑ গোপন সূত্রে এমন সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ.এন.ও) আয়েশা হক। এ সময় তিনি ওই গুদামে রক্ষিত সরকারী মনোগ্রাম খচিত ৩শত বস্তা চাল জব্দ করে গুদামটি সীলগালা করেন। খবর পেয়ে বাহুবল মডেল থানার এস.আই মহরম আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে গুদাম মালিক মোঃ সজিব মিয়া (৩০)কে হাতে-নাতে আটক করে।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ.এন.ও) আয়েশা হক জানান, সরকারী চালগুলো ‘কোথা থেকে কি ভাবে গুদামে এসেছে’ তা খতিয়ে দেখতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ক্রিষ্টফার হিমেল রিচিলকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে ওই কমিটি তদন্ত প্রতিবেদন প্রদান করবে। তদন্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ওসি (তদন্ত) আলমগীর কবির, উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ নজির মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি.আই.ও) আশিষ কর্মকার ও মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  সাইফুদ্দিন লিয়াকত।তিনি আরও জানান, ৩শত বস্তা চাল জব্দ করা হয়েছে। প্রতিটি বস্তায় রয়েছে ৩০ কেজি করে চাল। আটক সজিব মিয়া ও চালগুলো স্থানীয় মেম্বার খন্দকার রমিজ আলীর জিম্মায় রাখা হয়েছে। তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।