হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নব নিয়োগপ্রাপ্ত ২০ জন শিক্ষককে উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা পরিষদের হলরুমে প্রাথমিক
বিদ্যালয়ে পদায়নকৃত শিক্ষকবৃন্দকে মিষ্টিমুখ করানো হয়। উপজেলা নির্বাহী অফিসার তাসনূভা নাশতারান, প্রাথমিক শিক্ষা অফিসার দ্বিজেন্দ্র চন্দ্র আচার্য্য, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম শিক্ষকদের বরন করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার নব নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।