৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
দুপুর ২:১৮

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে দরিদ্র মানুষের পাশে থেকে উন্নয়ন করে যাচ্ছেন ডাঃ মুশফিক

সৈয়দ আব্দুল মান্নানঃ হবিগঞ্জ জেলা পরিষদের প্রথম প্রশাসক ও জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বর্তমান সরকারের প্রতিশ্রুতি দুর্যোগে দুর্বিপাকে মানুষের পাশে আছে শেখ হাসিনার সরকার এ প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে এলাকার উন্নয়নে ব্যাপক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।

তিনি করোন দুর্যোগে বসে থাকেননি ছুটে চলেছেন জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। নিজ হাতে বিলিয়েছেন ত্রাণ সামগ্রী। তাঁর উন্নয়নের ছোঁয়া লেগেছে হাট বাজার , মসজিদ, মন্দির গ্রামীন জনপদে।

তিনি হবিগঞ্জের বাহুবল উপজেলায় ২০১৪-১৫ অর্থ বছরে শিমুলিয়াম জামে মসজিদে আর্সেনিক মুক্ত নলকূপ স্হাপন, শ্রীকলস গ্রামের সুনাই মিয়ার বাড়িতে আর্সেনিক মুক্ত নলকূপ স্হাপন, সুন্দ্রাটিকি গ্রামের আমির উল্লাহর বাড়িতে আর্সেনিক মুক্ত নলকূপ স্হাপন, বাহুবল ডিগ্রি কলেজের উন্নয়ন, খাগাউড়া গ্রামের মেন্দি মিয়ার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত ইট সলিং রাস্তা, জগতপুর উচ্চ বিদ্যালয়ের রাস্তা উন্নয়ন, বাহুবল বাজার মসজিদের ঘাটলা নির্মাণ, কামাইছড়া মসজিদ, মন্দিরে যাবার রাস্তায় গাইড ওয়াল,স্নানঘাট গ্রামের জসিমের বাড়ির রাস্তা উন্নয়ন, টিলাবাড়ী সেলিমের বাড়ি থেকে ছালিক মিয়ার বাড়ি পর্যন্ত ইটসলিং রাস্তা, বাহুবল কলেজ থেকে তাহির মিয়ার বাড়িতে রাস্তায় ইটসলিং,জাঙ্গালিয়া গ্রামের জমির উদ্দিনের বাড়ি পর্যন্ত ইটসলিং রাস্তা, বাহুবল কিশলয় স্কুলের সামনে ছাউনি তৈরি, চকহায়দার গ্রামে মাধবীছড়ার উপর কালভার্ট নির্মাণ, বাহুবল বাজার মসজিদের উন্নয়ন, শেওড়াতলী গ্রামের আখালিয়া ছড়ার উপর কালভার্ট নির্মাণ, আদিত্যপুর গ্রামের পাশে চিনাই ছড়ার উপর কালভার্ট নির্মাণ, দক্ষিণ স্নানঘাট গ্রামে কালভার্ট নির্মাণ, পুটিজুরী – স্নানঘাট রাস্তার পাশে আশাতলায় কালভার্ট নির্মাণ প্রকল্প সম্পন্ন করেছেন ।

এ উন্নয়ন কাজের ধারা অব্যাহত থাকলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়িত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।