জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুরে আপন চাচার কোপে প্রাণ গেল ৪র্থ শ্রেনীর ছাত্রী ভাতিজি সুমাইয়ার

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামে আপন দু’ভাইয়ের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন চাচার কোপে প্রাণ হারিয়েছে চতুর্থ শ্রেণির ছাত্রী ভাতিজি সুমাইয়া (১২)।

ঘটনাটি ঘটে ১৬জুন (সোমবার) রাত আনুমানিক ৮টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি-জমা নিয়ে আপন দু’ভাই বেনু মিয়া ও রেনু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন সন্ধ্যায় তাদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয় এবং বিষয়টি এক প্রকার সংঘর্ষে রূপ নেয়। এক পর্যায়ে রেনু মিয়া ধারালো অস্ত্র দিয়ে বেনু মিয়ার কন্যা তার আপন ১২বছর বয়সী ভাতিজি সুমাইয়াকে কুপিয়ে গুরুতর জখম করেন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

হবিগঞ্জ থেকে সিলেট নেওয়ার পথে সুমাইয়ার মৃত্যু হয়।

এ ব্যাপারে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে অন্য একটি সূত্র জানায়,সুমাইয়া মৃত্যুর আগে একটি ভিডিও জবানবন্দিতে জানায়,মশার কয়েল দিতে ঘর থেকে বের হলে চাচা রেনু মিয়া তার ওপর হামলা চালায়।