হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ও র্যাব- ৯ এর যৌথ অভিযানে চুরি-ডাকাতি মূল হোতা ২৬ মামলার আসামী আবু তালেব ওরফে ল্যাংড়া তালেব (৪৯) গ্রেফতার হয়েছে ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এসব তথ্য দেন র্যাব – ৯ এর সিলেট মিডিয়া অফিসার পুলিশ সুপার মোঃ মশিউর রহমান সোহেল এবং শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ ।
এর আগে গত শুক্রবার ভোর সকাল ৬ টায় গোপন সংবাদের ভিওিতে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ও র্যাব – ৯ সিপিসি – ৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিধানিক টিম শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে খুন , মাদক ও চুরি-ডাকাতি ২৬ মামলার পলাতক আসামী আবু তালেব ওরফে ল্যাংড়া তালেবকে গ্রেফতার করা হয় ।
এ অভিযানে কুখ্যাত ডাকাত আবু তালেব ওরফে ল্যাংড়া তালেব বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় মোট ২৬ ট মামলা আছে ।
আসামী আবু তালেব ওরফে ল্যাংড়া তালেব শায়েস্তাগঞ্জ উপজেলার পৌরশহরে উবাহাটা গ্রামের মোঃ আব্দুল শহিদ এর ছেলে ।