১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৫৭

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

আগামীকাল থেকে ট্রেনের শতভাগ টিকেট বিক্রি

স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল বুধবার থেকে ট্রেনের শতভাগ টিকেট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ৫০ ভাগ অনলাইনে এবং বাকি ৫০ ভাগ টিকেট কাউন্টার থেকে সরাসরি বিক্রি করা হবে বলে জানা গেছে।

আজ মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম গণমাধ্যমকে এ তথ্য জানান।

পাঁচ মাস ১৮ দিন পর গত শনিবার থেকে কাউন্টারে টিকেট বিক্রি শুরু করে রেলওয়ে। ওই দিন থেকে ট্রেনের ৫০ শতাংশ আসনের অর্ধেক টিকেট পাওয়া যাচ্ছিল কাউন্টারে। বাকি ২৫ শতাংশ মোবাইল অ্যাপ, অনলাইনে বিক্রি করা হয়। তবে বুধবার থেকে ট্রেনের শতভাগ টিকেটই বিক্রি করা হবে।

এর আগে করোনা সংক্রমণের কারণে গত ২৫ মার্চ থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। তবে মালবাহী ট্রেন চলাচল এই সময়ে স্বাভাবিক ছিল।