জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

স্বপ্নধারা সোসাইটি অব হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এর কমিটি গঠন

এম সি শুভ আহমেদ : হবিগঞ্জের নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলা স্বপ্নধারা সোসাইটির অব হবিগঞ্জ এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

বুধবার ২৩ই সেপ্টেম্বর বিকালে স্বপ্নধারা সোসাইটি অব হবিগঞ্জ এর কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর সভাপতি মোঃ মাহবুবুর রহমান জিতু ও সাধারণ সম্পাদক মোঃ এমরানুল হক সোহাগ এর স্বাক্ষরিত পত্রে এমরানুল হক মোল্লাকে আহবায়ক ও আব্দুল মুহিন সিপন সদস্য সচিব করে আহবায়ক কমিটি গঠন করা হয়।

আহবায়ক কমিটিতে মোঃ জমসের আলী, আব্দুল কাদির সুমন, হাবিবুর রহমান রবিন, জয়নাল আবেদীন, নাজমুল হোসেন, কাজী খোয়াইব আহমেদ, মোশাররফ হোসেন, ফখরউদ্দিন ইমরান ও আবুল কাশেম সাকিবকে যুগ্ম আহবায়ক করে ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

আহবায়ক কমিটির সদস্যরা হলেন, এনামুল হক তানিম, উমর ফারুক ইমরান, মোঃ মিজানুর রহমান, মোহন মিয়া, মেহেদী হাসান পলাশ, মারুফ মিয়া হৃদয়, ইমাদুল হক এনাম, হিরণ মিয়া, তোফাজ্জল হোসেন ও রিপন মিয়া ।

উল্লেখ্য : আগমী ৬০ দিনের মধ‍্যে পূর্নাঙ্গ কমিটি করে ‘স্বপ্নধারা সোসাইটি অব হবিগঞ্জ ‘ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নিকট জমা দিতে হবে।